আনোয়ারা উপজেলায় সুবিধা বঞ্চিতদের জন্য দুইটি নলকূপ স্থাপন করেছে নীডি ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। এই নলকূপ স্থাপনের মাধ্যমে ৫০ পরিবারের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলার রায়পুর ইউনিয়নের ১নয় ওয়ার্ড উত্তর পরুয়াপাড়ায় এই দুইটি নলকূপ স্থাপন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এসব নলকূপ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক স্থানীয় ইউপি সদস্য হাফেজ মোঃ ইসহাক ও স্থানীয় উপকারভুগীরা। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন বলেন, আমরা মানুষের জন্য সমাজ উন্নয়নমূলক কাজ করি। এই প্রতিষ্ঠান বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ দুটি নলকূপ স্থাপন করেছি। জনসেবামূলক এই কাজটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতেও যাতে কাজ করতে পারি সবার সহযোগিতা কামনা করছি।