পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়ির সড়কগুলোতে নেই কোনো ট্রাফিক পুলিশ। তবুও সুশৃঙ্খলভাবে চলছে যানবাহন। বিভিন্ন উপজেলা ও জেলা শহরের সড়কগুলোতে বিশৃঙ্খলারোধে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনরত শিক্ষার্থী, যুব রেডক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে শহরের যান চলাচলে গতি ফিরেছে। নেই শহরের চিরচেনা সেই যানজট, সাধারণ মানুষের মাঝে ফিরছে স্বস্তি। একইসঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি মানুষের জীবনযাত্রা। শিক্ষার্থীরা শুধুমাত্র ট্রাফিক পুলিশের ভূমিকায়ই নয়, তারা কাজ করছে শহরের অরাজকতা, চাঁদাবাজি ও লুটপাট বন্ধ এবং সড়ক পরিচ্ছন্নতার কাজও।
শনিবার (১০ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রের দেখা মেলে।
সরেজমিন ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে কেউ কেউ একহাতে ছাতা আর অন্যহাতে লাঠি নিয়ে শহরের মূল পয়েন্ট শাপলা চত্ত্বরে, শহীদ কাদের সড়ক, বায়তুশ শরফ মোড়, কোর্ট চত্ত্বর, পৌর বাসটার্মিনাল, সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানযট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। এসব স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে, ইসলামী আন্দোলন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. রফিক হোসেন বলেন, আমরা খাগড়াছড়িতে শুরু থেকেই সরকার পতনের আন্দোলনে যুক্ত হয়েছি। আন্দোলনে সরকার পতনের দিন থেকে এখনো পর্যন্ত জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও আনসার সদস্যরা সহযোগীতা করছে।
আরএক সমন্বয়ক মো. আফিকুল ইসলাম বলেন, আন্দোলনে বিজয়েরদিন থেকে খাগড়াছড়ি জেলায় সড়কে ট্রাফিক শৃঙ্খলা, পরিস্কার-পরিচ্ছন্নতা, বাজার মনিটরিং, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট ও এলাকায় অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কাজ করছি। শহরে প্রতিদিন প্রায় ১২০ থেকে ১৫০জন শিক্ষার্থী আমাদের এ কাজে সহযোগীতা করছে। পরিস্থিতি পুরোপুরি স্থীতিশিল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এছাড়া দেশের এ ক্রান্তি কালীন সময়ে বিভিন্ন স্থানে যে হামলা, লুটপাট, চাঁদাবাজি ও অগ্নিসংযোগ হচ্ছে এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র জনতার কোনো হাত নেই। এহেন অনৈতিক কাজ কেউ করছে বা করতে আসছে জান্তে পারলে এতে ভয় না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের খবর দিতে শহরে মাইকিং করা হচ্ছে।