সরকার পতনের পর পুলিশ বিহীন অবস্থায় সারাদেশে সৃষ্টি হয়েছে অরাজকতা। এমতাবস্থায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দুধর্মলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন স্থানীয় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। অন্যদিকে মঙ্গলবার থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামে শতাধিক বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ।
শুক্রবার (৯ আগস্ট) উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনীর সড়কের ও ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা । এ সময় শিক্ষার্থীরা ভ্যানগাড়ি হাতে বস্তা, ঝাড়ু , কুদাল ও বেলচা নিয়ে কাজে নেমে পড়েন।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের উপজেলার প্রধান সড়ক গুলো পরিচ্ছন্ন করতে নেমেছি। সড়কে মানুষের কষ্ট লাগবে আমরা সবাই একত্রে হয়ে কাজে নেমেছি। আনোয়ারা হবে পরিচ্ছন্ন উপজেলা।
এদিকে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে লুটপাট, চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন তারা।
চাতরী চৌমুহনী বাজারে দায়িত্বরত শিক্ষার্থী মোহাম্মদ মিশকাতুল ইসলাম জানান,দেশটা আমাদের।এই দেশের পরিবেশ-রক্ষার দায়িত্ব আমাদের। অভিভাবকহীন আনোয়ারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছি। আজ অর্ধশতাধিক শিক্ষার্থী মিলে সড়কের ময়লা পরিষ্কার করেছি ।