মিরসরাইয়ে বিএনপির কারামুক্তি নেতাকর্মীদের সংবর্ধনা, আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত সভা শেষে মিঠাছরা বাজারে মিছিল বের করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের সাবেক যগ্ম আহবায়ক আনোয়ার জাহিদের সঞ্চালনায় ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আওয়াল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল বলেন, এ বিজয় ধরে রাখতে হবে। এ বিজয়কে কাজে লাগিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তাই সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্ত থাকার আহবান রইল। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে দেশে মানুষে বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, জসিম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরওয়ার হোসাইন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানি, সাবেক আহবায়ক মফিজ উদ্দিন, বিএনপি নেতা মঞ্জুর মোরশেদ কনক, সদস্য সচিব কামরুল হাসান, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা আশরাফ রিয়াজসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে কারামুক্ত মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ারুল হক, বিএনপি নেতা নুরুন নবী, উত্তরজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মো. আনোয়ার, সুমন মহিবুর রহমান সাকিবকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।