Friday, 20 September 2024

ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম

চট্টগ্রাম নিউজ ডেক্স

চট্টগ্রামে শিক্ষার্থী ও আন্দোলনকারীরা সকাল ১০টার থেকে পূর্বনির্ধারিত স্থান নগরীর নিউমার্কেট মোড়সহ আশপাশে অবস্থান নেয়। সেখানে সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে তারা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকে। আর এদিকে, রবিবার সকাল থেকেই চট্টগ্রাম মহানগরীর পৃথক পৃথক স্থানে আন্দোলনকারীদের প্রতিহত করতে মাঠে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

এরমধ্যে সকাল সোয়া ১১টার দিকে নিউমার্কেটের অদূরে সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম রেলস্টেশন এলাকা এবং কোতোয়ালী মোড় থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে করতে নিউমার্কেটের মোড়ের দিকে যেতে থাকে। তখন তিনদিক থেকে আসা ক্ষমতাসীন দলের এসব নেতাকর্মীদের পুলিশ আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। সরকারদলীয় নেতাকর্মীদের মিছিল আসতে দেখে তখন আন্দোলনকারীরা ফুঁসে উঠে। তখন পুলিশ টিয়ারশেল ছোঁড়া শুরু করে। এরপর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা নিউমার্কেট চত্ত্বর থেকে দিকবিদিক ছুটতে থাকে। বিশেষ করে নিউমার্কেটের রেয়াজুদ্দিনবাজার, আমতলের দিকে যেতে থাকে আন্দোলনকারীরা।

পরে নিউমার্কেট মোড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। পাশেই আমতল এলাকার আশপাশে আন্দোলনকারীরা অবস্থান নিতে থাকেন। তখন দুই দ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া শুরু হয়। দুইপক্ষের হাতেই লাঠি-সোঠা ও দেশিয় অস্ত্র দেখা যায়। দুইপক্ষের মারমূখী অবস্থান দেখে পুলিশ টিয়ারশেলের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপও শুরু করে। তখন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আমতল থেকে তিনপোলের মাথার দিকে চলে আসে। আবার অনেকে রিয়াজুদ্দিনবাজারের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। এসময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।

ঘটনা প্রসঙ্গে বেলা সাড়ে ১২টার দিকে জুবলি রোডে কথা হয় মোহাম্মদ ফরহাদ নামে রেয়াজুদ্দিন বাজার এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, ‘মূলত ১১টার পর থেকে নিউমার্কেট, রেয়াজ্জুদ্দিনবাজার, আমতলসহ আশপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। হাজার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এখানে হাজার হাজার ব্যবসায়ীর হাজার হাজার কোটি টাকার মালামাল রয়েছে। জানিনা এই রণক্ষেত্র কখন কমবে?’

পরক্ষণেই দেখা যায়-নিউমার্কেট-আমতলের ওইদিকে সাউন্ড গ্রেনেড ও গুলির শব্দ শোনা যাচ্ছিল। আর রিক্সায় করে বেশ কয়েকজন রক্তাক্ত লোকজনকে এনায়েতবাজার হয়ে মেডিকেলের দিকে নিয়ে যেতে দেখা যায়। তাদের অনেকের মাথা ও হাতে পায়ে রক্তাক্ত।

দুপুর একটার দিকে নিউমার্কেট এলাকা ও আশপাশের এলাকা এবং নন্দনকানন এলাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছিল। আর আন্দোলনকারীর একটি গ্রুপ আমতল-এনায়েতবাজার এলাকায় অবস্থান নেয়। আবার আরেকটি গ্রুপ আমতল থেকে সিনেমা প্যালেস হয়ে লালদিঘীর পাড়ের দিকে রওয়ানা হয়। আন্দোলনকারীরা লালদিঘির পাড়স্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় ঢুকে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে।

জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আমাদের পার্টি অফিস ভেঙে চুরমার করে দিছে, অগ্নিসংযোগ করেছে। বিএনপি, জামায়াত লোকজন এসব করেছে। কোন শিক্ষার্থী এসব করবে না ।

আর অন্যদিকে, আন্দোলনকারীদের বিতাড়িত করে নিউমার্কেট মোড়ের ম্যুরালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা অবস্থান নেন। তখন ম্যুরালের ওপরে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তুলে নানা স্লোগান দিতে থাকে।

এদিকে, বিকেল সোয়া তিনটার দিকে আন্দোলনকারীদের একটি অংশ জামালখান হয়ে কাজিরদেউরির দিকে যাচ্ছিলো। তখন কাজির দেউরির দিক থেকে লাঠি-সোঠা, এবং পটকা ফুটিয়ে ফুটিয়ে আন্দোলনকারীদের দৌঁড়ে নিয়ে যেতে দেখা যায়।

সর্বশেষ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন...

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল থেকে দু’পক্ষের সংঘর্ষ : দোকানপাটে আগুনে আহত ১০

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে...

আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশন পুনর্গঠন: সভাপতি নুরুল হুদা , সম্পাদক তানভীর

আনোয়ারা উপজেলার খামারীদের সংগঠন আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের  নতুন...

ফটিকছড়িতে বন্যার্তদের সহায়তা দিল সেনাবাহিনী 

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা দিয়েছে  বাংলাদেশ সেনা বাহিনী।...

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,...

হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হলো সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হওয়া...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল থেকে দু’পক্ষের সংঘর্ষ : দোকানপাটে আগুনে আহত ১০

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ‘পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপক্ষে সংঘর্ষের পর দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়।...

ফটিকছড়িতে বন্যার্তদের সহায়তা দিল সেনাবাহিনী 

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা দিয়েছে  বাংলাদেশ সেনা বাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ২৪ আরটিলারি ব্রিগেড  ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এ সহায়তা দেন।বৃহস্পতিবার (১৯...

হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হলো সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হওয়া চট্টগ্রামের-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টার যোগে চট্রগ্রাম নিয়ে...

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ...