কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে দ্বিতীয় বারের মত বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
রবিবার ( ৪ আগস্ট ) বিষয়টি নিশ্চিত করেছেন টানেল ম্যানেজার মো জসিম উদ্দিন।
তিনি জানান, চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুনরায় চালু করা হবে জানিয়েছিলেন তিনি।
এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে চালুর পর প্রথমবারের মতো ২৬ মে রোববার সন্ধ্যা ছয়টায় টানেলটি বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্দেশে প্রাথমিকভাবে সেদিন ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।