চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটেছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বহদ্দার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একটি অংশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বহদ্দার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। বহদ্দার বাড়িটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধার স্থায়ীনিবাস।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, চান্দগাঁও থানার বহদ্দারহাটে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।