চট্টগ্রাম কর্ণফুলীতে আবুল কাসেম (২৭) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করছেন বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন।
মৃত আবুল কাসেম উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলানা মুহিবুল্লাহ খান বাড়ীর মৃত দুদু মিয়ার ছেলে। সে পেশায় একজন রিক্সা চালক।
গত মঙ্গলবার রাতে সে বিষপান করলে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে আবুল কাসেম মারা যায়।
বিকালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া জানায়, গত মঙ্গলবার রাতে কর্ণফুলী এলাকা থেকে বিষপান করা এক যুবককে ভর্তি করা হয় সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কার মৃত্যু হয় ।