চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন পৃথক স্থানে অভিযান চালিয়ে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে নগরীর আকবর শাহ্ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- মোঃ ইউসুফ প্রঃ কালু(২৪),অন্তু(২২),মোহাম্মদ তৈয়ব (২৫),আরমান খাঁন(৪০), কে কে শাহ খাঁন(৩২), এবং গাজ্জালা খাঁন(৫৭)।
ওসি জানান, থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।