‘বৃষ্টি এল কাশ বনে/ জাগল সাড়া ঘাস বনে, /বকের সারি কোথা রে/ লুকিয়ে গেল বাঁশ বনে। /নদীতে নাই খেয়া যে, /ডাকল দূরে দেয়া যে, /কোন সে বনের আড়ালে /ফুটল আবার কেয়া যে। /গাঁয়ের নামটি হাটখোলা, / বৃষ্টি বাদল দেয় দোলা’।
কবি ফররুখ আহমদ- এর বিখ্যাত ‘বৃষ্টির ছড়া’র উপমা অনুযায়ী মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীতে বৃষ্টি ছিলনা। নেই কাশ বন এবং বাঁশ বনও। ছিল তপ্ত রোদ আর ভাপসা গরম। এই তীব্র রোদের মাঝে নগরীর চান্দগাঁও সিএন্ডবি এলাকায় ওসমানীয়া গ্লাস ফ্যাক্টরির ভিতরে একটি গাছে হঠাৎ শত শত বকের সারি উপস্থিতি লক্ষ্য করা গেছে। তীব্র রোদের মাঝে হঠাৎ শহরের লোকালয়ে এমন শত শত বকের সারি এলাকাবাসী এর আগে কখনো দেখেনি। তাই উৎসাহ জনতা এসব বকের ঝাঁক দেখার জন্য ভিড় করেন।
ছবি ও লেখা: মো. লোকমান হোসেন।