চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাফেজ আলী হোসেন ও হাফজ ছৈয়দ তৌহিদুল ইসলাম। তাদের বাড়ি বাঁশখালী উপজেলায়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, হাজীপাড়ায় সিএনজিচালিত ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনের মৃত্যু হয়েছে।