সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলার আঘাতে শহরের অনেক বাসাবাড়ির জানালার ও গাড়ির কাঁচ ভেঙে গেছে।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনার খবর জানা যায়নি।
এর আগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।
ঝোড়ো হাওয়ার সঙ্গে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন মানুষ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজন শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করেন সেখানে দেখা যাই কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে রাস্তায় পড়ে আছে। শিলার আঘাতে ভেঙ্গে গেছে রাস্তায় থাকা গাড়ির কাঁচ, টিনের ঘর ফুটো হয়ে গেছে। এক একটি শিলার ওজন ১৫০-২০০গ্রাম পর্যন্ত।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২–এর উপ–বিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক বলেন, ‘আমাদের সব ফিডার বন্ধ আছে। দিন না হলে ক্ষয়ক্ষতি হয়েছে কি না বলা যাচ্ছে না।’
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, সিলেটে এখনো পর্যন্ত শিলাবৃষ্টিতে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।