কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের সাইনবোর্ড পাহাড় আগার বাগান এলাকায় বনের গাছ কাটার সময় মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করছে বনবিভাগ।
শনিবার ( ৩০ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম (২১) কাকারা ইউনিয়নের আনোয়ারুল ইসলামের ছেলে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেরাজ উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের সাইনবোর্ড পাহাড় আগার বাগান এলাকায় গাছ কাটার খবর পেলে বিট কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে বন প্রহরীরা অভিযান চালিয়ে ঘটনাস্থল উপরোক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময় গাছ কাটার সরঞ্জামদি জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।