গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 4 May 2024

দেখে আসুন বিলাইছড়িতে মায়াবী ‘ধূপপানি’ ঝর্ণা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।

প্রকৃতির রানী বলা হয় রাঙ্গামাটিকে। আর এই জেলার মায়াবী এক উপজেলার নাম বিলাইছড়ি। প্রকৃতির অপার সৌন্দর্য্যে ঘেরা এই বিলাইছড়ি উপজেলায় রয়েছে-অসংখ্য মায়াবী ঝর্ণা, খাল, বিল, নদ-নদী, পাহাড় লেক। সবকিছুর যেন একসাথে নিবিড় মিলবন্ধন।

কর্ণফুলি লেক থেকেই উৎপত্তি হয়েছে ৫ টি শাখা নদী। তারমধ্যে ১টি নদী হলো রাইংখ্যং নদী। সেই নদীর উৎস হচ্ছে সুউচ্চ পাহাড়ের ঝিঁড়ি, ঝর্ণা ও ছড়া থেকে।
পাহাড়ের রয়েছে শত শত ছোট-বড় অনেক ঝর্ণা। তেমনি ভাবে রয়েছে অনেক বড় বড় ঝর্ণাও।

যেমন- নকাটাছড়া ঝর্ণা, ছিনামৌণ স্বর্গপুর ঝর্ণা, গাছকাটাছড়া ঝর্ণা, মুপ্যাছড়া ঝর্ণা, ধূপপানী ঝর্ণাসহ অসংখ্য ঝর্ণা।

ধূপপানি ঝর্ণা

সম্প্রতি অপূর্ব এক মায়াবী ঝর্ণা আবিষ্কৃত হয়েছে এ উপজেলায়। এই ঝর্ণার নাম-‘ধূপপানি ঝর্ণা’।

সব ঝর্ণা থেকে আলাদা দেখতে সুন্দর এ ধূপপানি ঝর্ণা। প্রায় ২০০ ফুট উঁচু হতে রিমঝিম রিমঝিম করে সবসময় বৃষ্টির মত পানি পড়তে থাকে। ভিজলে মূহুর্তের মধ্যেই শরীর ঠাণ্ডা হয়ে যায়। চৈত্র মাসে খরা রোদেও কোন রকম পৌঁছাতে পারলে সব দূঃখ ভুলে যায় ঝর্ণার পানির পরশে।

গ্রীষ্মকালেও তীব্র শীত অনুভূত হয় এ ঝর্ণায়। খুব বেশি ঠাণ্ডা অনুভুত হয়। যা বরকল উপজেলার শুভলং ঝর্ণা এবং অন্যান্য ঝর্ণাকেও হার মানাবে। হার মানাবে দেশের অন্যান্য বড় বড় ঝর্ণাকে। এজন্য মন ছুঁয়ে যায় এই ধূপপানি ঝর্ণায় এলে। তাই জীবনে একবার হলেও ঘুরে আসুন এ ঝর্ণায়।

বিলাইছড়ি উপজেলার মোট আয়তন ৭৪৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা প্রায় ৩৫০০০ হাজারের উপরে। ভারত ও ময়ানমার দুই দেশের সীমানা রয়েছে এই উপজেলায়। রয়েছে বিভিন্ন সম্প্রাদায়ের বাসিন্দা।

সামাজিক সংস্কৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন আচরণ, ভিন্ন ভিন্ন পোশাক পরিচ্ছদ, খাবার-দাবারে রয়েছে ভিন্নতা। তাদের বসবাস পাহাড়ের নীচে, নদীর ধারে, ছড়ার পাড়ে কিংবা সুউচ্চ পাহাড়ে।

ধূপপানি ঝর্ণা

এখানে প্রতিনিয়ত প্রকৃতি আপনাকে উদার হস্তে ডেকে যায়। এখানে প্রকৃতি ভ্রমণ পিপাসুদের সাথে মিতালী পাততে চাই। এজন্য প্রকৃতি প্রেমীদের কাছে বিলাইছড়ি উপজেলা-এক মায়াবী স্বর্গ।

নামের উৎপত্তি: ধূপপানি ঝর্না। পাহাড়ীদের ভাষায় ধূপ মানে হচ্ছে সাদা অর্থাৎ উপর থেকে পানি পড়তে একদম সাদা দেখায়। যার নামের অর্থ হলো সাদা পানি। ধবধবে স্বচ্ছ সাদা পানির ঝর্না।

অবস্থান: ধূপপানি ঝর্ণা বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে অন্তর্গত ওরাছড়ি গ্রামে অবস্থিত। যেতে হলে উলুছড়ি হয়ে যেতে হবে।

কিভাবে যাবেন: ঢাকা হতে ইউনিক, ডলফিন, শ্যামলী ও হানিফ এন্টারপ্রাইজ কোচে করে রাঙ্গামাটির তবল ছড়ি নতুবা রিজার্ভ বাজার বোট সকাল ৭ টা কিংবা বেলা ২ টা এবং ৩ টায় বিলাইছড়ির পথে লঞ্চ পাওয়া যাবে।

অন্যদিকে ঢাকা হতে সরাসরি কাপ্তাই হয়ে বিলাইছড়িতে ইঞ্জিন চালিত লোকেল বোটে ভাড়া নেবে জন প্রতি ৭০ টাকা, রিজার্ভ ভাড়া হলে (কান্ট্রি বোটে) প্রতি বোট দেড় হাজার টাকা নিবে।

থাকা ও খাবার ব্যবস্থা:- বিলাইছড়ি উপজেলায় নিলাদ্রী রিসোর্ট বাদেও রয়েছে বোর্ডিং হোটেল মোটেল। ভাড়া পড়বে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।

সেখানে রাত্রি যাপনের পর ভোর সকাল ৭ টায়
কান্ট্রি রিজার্ভ বোটে ভাড়া পড়বে মাত্র ১৫০০ টাকা যেতে হবে ৩ নং ফারুয়া ইউনিয়ন উলুছড়ি হয়ে। সেখানে গাইডার রয়েছে। হেঁটে যেতে হবে প্রায় ২ ঘন্টা।রাঁস্তায় যাওয়া পথে দেখা মিলবে, হরিণ, বন মোরগ, বনবিড়াল, উড়ন্ত কাঠবিড়ালিসহ অসংখ্য পশু পক্ষির ও তাদের কলকাকলি। তবে জোঁকও রয়েছে। তারপরে দূর থেকে শোনা যাবে বিকট শব্দ।

ধূপপানি ঝর্ণা

চলতে পথে গাছ ও বাঁশের ফাঁকে একটু একটু দেখা যাবে ঝর্ণা। পৌঁছার পর সব কষ্ট দূর হয়ে যাবে। এবার ইচ্ছামত দেখা গোসল করা আর সেলফি নেওয়া। সঙ্গে প্রিয়জন পাশে থাকলে তো কথাই নেই। যা ছোঁয়ার পরে মনের আনন্দে দেখা ও গোসল করা পরে পুনরায় ফিরতে হবে বিকালে উপজেলা সদরে। সেখানে রাত্রি যাপনের কোন সু-ব্যবস্থা নেই।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২

পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায়  মো. মিনহাজ (৩৫) নামের এক পথচারী...

গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধার

ফটিকছড়ি পৌরসভায় গরুর ঘাস কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট...

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শরীর ছিলো আঘাতের চিহ্ন

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সানজিদা আক্তার (২৮ ) নামে...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

মহান মে দিবসের অতৃপ্ত প্রাপ্তি ও অজেয় ভাবনা

মহান মে দিবস, ১৮৮৬ ইংরেজি সালে আমেরিকার শিকাগো শহরে...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১, কারাদণ্ড

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি...

আরও পড়ুন

কাপ্তাই সিএনজির উপর গাছ পড়ে আহত ৩

কাপ্তাইয়ে প্রাকৃতিক ঝড়ে গাছ ভেঙ্গে সিএনজি ড্র্র্রাইভার ইলিয়াস(৪০) সহ  অজ্ঞাত নামা আরোও ২ জন  যাত্রী আহত হয়েছে ।বৃহস্পতিবার(২ মে )  বিকেল সাড়ে ৩ টায়...

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ২

রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বাঘাইছড়ির উপজেলায় ও কাপ্তাই হ্রদে পৃথক এই নিহতের ঘটনা ঘটে।সকালে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা সদরের বড়াদম...

রামগড় উপজেলা নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে কাজ করবে বিজিবি

৬ষ্ট উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে আগামী ৮ই মে রামগড় উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহন নিশ্চিত করতে শান্তি বিঘ্নকারীদের বিরুদ্ধে রামগড় ৪৩ বিজিবি জিরো...

কাপ্তাইয়ে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।মঙ্গলবার ( ৩০ এপ্রিল)  বিকেল...