Thursday, 31 October 2024

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থপাচারের অনুসন্ধান শুরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

তিনি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে নাহার ম্যানেজমেন্ট ইনকরপোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খোলেন। ২০০৫ সাল থেকে বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট কেনেন। ২০১৪ ও ২০১৫ সালে কম্পিউটার সফটওয়্যার ব্যবসা করার জন্য দুবাইয়ে র‌্যাপিড র‌্যাপ্টর এফজিই এবং জেবা ট্রেডিং এফজিই নামে ২টি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে আল-বারশা সাউথ-থার্ড এলাকায় কিউ গার্ডেন্স ও বুটিক রেসিডেন্সে ২টি ফ্ল্যাট কেনেন। যার দাম ২২ লাখ ৫০ হাজার ৩০০ দিরহাম। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরব আমিরাতে ৬২০টি বাড়ি কেনেন। যার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি ডলার। ব্যবসায়িক উদ্দেশ্যে সাইফুজ্জামান চৌধুরী ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের ও স্ত্রী রুখমিলা জামানের নামে যুক্তরাজ্য ও দুবাইয়ে ৮টি প্রতিষ্ঠান খোলেন, যার স্থায়ী ও চলতি সম্পদের মূল্য ২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার ডলার।

অভিযোগ রয়েছে যে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দিয়ে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতে এসব কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন। এছাড়াও, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যে ২১টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে সেই তালিকায় সাইফুজ্জামান চৌধুরী বা তার পরিবারের কারও নাম নেই। ভোটের আগে নির্বাচন কমিশনে সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদ বিবরণী জমা দেন, সেখানে তার বিদেশে থাকা সম্পদের কোনও তথ্য নেই। অর্থপাচার, মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে একটি সম্পৃক্ত অপরাধ বিধায় সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি’র ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সর্বশেষ

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত করতে হবে: সিএমইউজে

জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং...

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের...

পরীক্ষা শেষে ফেরা হলো না ফাহিমের 

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে  তিন দিন...

মিরসরাইয়ে আতাউর রহমানকে প্রধান আসামি করে জামায়াতের মামলা

মিরসরাইয়ে ৬ বছর পূর্বে হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন...

রাইখালী কালি মন্দিরে দীপাবলি উৎসব

শিশির ঝরা হেমন্তের ঘন ঘোর অমাবস্যা তিথিতে রাঙামাটির কাপ্তাই...

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি আনোয়ার পাশা

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার...

আরও পড়ুন

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত করতে হবে: সিএমইউজে

জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং তাদের দোসরমুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে নেতারা। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আইন...

চিন্ময় কৃষ্ণ দাসসহ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা...

পরীক্ষা শেষে ফেরা হলো না ফাহিমের 

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে  তিন দিন লাইফ সাপোর্টে থেকে মৃত্যু বরণ করেছে  অনার্স প্রথম বর্ষের  শিক্ষার্থী ফাহিম ইভান (১৯)।বৃহস্পতিবার (৩১ অক্টোবর)...

মিরসরাইয়ে আতাউর রহমানকে প্রধান আসামি করে জামায়াতের মামলা

মিরসরাইয়ে ৬ বছর পূর্বে হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন মোহাম্মদ ইমাম শরীফ নামে এক জামায়াত কর্মী। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...