কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা মৎস্যজীবি দলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহামদের নির্দেশনায় মাতামুহরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি ও ককসবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী এবং মাতামুহরী সাাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহামান চৌধুরী টিপুর সুাপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল কক্সবাজার জেলা শাখা কর্তৃক মাতামুহুরী সাংগঠনিক মৎস্যজীবি দলের ৮সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সদ্যঘোষিত কমিটির নেতৃবৃন্দরা হলেন: সভাপতি -বেলাল উদ্দিন সিনিয়র সহ-সভাপতি -আবু বকর ছিদ্দিক, সহসভাপতি- শফিউল আলম, সাধারণ সম্পাদক- মহি উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ রাসেল ও মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক -মোঃ আজিজ উল্লাহ ও জিয়াবুল হক বাদশা।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ককসবাজার জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তফা কামাল ও সদস্য সচিব সাহাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মৎস্যজীবি দলকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়েছে।