আজ রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ইং
শিরোনাম
শাহরিয়ার মুনির জিসান,চট্টগ্রাম: | ০২:২১ পিএম, ২০১৯-১২-০১
চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৫তম জন্মবার্ষিকী আজ রবিবার (১ ডিসেম্বর)। প্রিয় নেতার প্রতি ভালোবাসার টানে আজও মানুষ যাচ্ছে তার বাসভবনে। সকাল থেকে তাঁর ভক্তরা কবরে দিচ্ছে ফুল, সঙ্গে ঝরছে অশ্রুও।
সকাল ১০টা থেকে মরহুমের কবরে কোরআন খতম, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, কবর জেয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন পরিবারের সদস্যসহ নেতা-কর্মী এবং শুভানুধ্যায়ীরা। বাদ জোহর থেকে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।
১৯৪৪ সালের ১ ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামে সমভ্রান্ত বক্স আলী চৌধুরী পরিবারে জন্ম নেন মহিউদ্দিন চৌধুরী। বাবা রেল কর্মকর্তা হোসেন আহমদ চৌধুরী এবং মা বেদুরা বেগম।
ছাত্রাবস্থাতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন মহিউদ্দিন চৌধুরী। ১৯৬২ সালে এসএসসি, ১৯৬৫ সালে এইচএসসি এবং ১৯৬৭ সালে ডিগ্রি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এবং পরে আইন কলেজে ভর্তি হলেও ছাত্র আন্দোলনে জড়িয়ে শেষ করতে পারেন নি লেখাপড়া।
আত্মজীবনীমূলক বই সূত্রে জানা যায়, ১৯৬৮ ও ১৯৬৯ সালে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মহিউদ্দিন চৌধুরী। ১৯৭১ সালে ‘জয় বাংলা’ বাহিনী গঠন করেন। সেই সময় পাকিস্তানি সেনাদের হাতে গ্রেফতার হন। পরে পাগলের অভিনয় করে কারাগার থেকে ছাড়া পেয়ে ভারতে পালিয়ে যান। সেখানে উত্তর প্রদেশের তান্ডুয়া সামরিক ক্যাম্পে প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাদের একটি স্কোয়াডের কমান্ডার নিযুক্ত হন।
মহিউদ্দিন চৌধুরী যুবলীগের নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। এরপর শ্রমিক রাজনীতিতে যুক্ত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে মৌলভী সৈয়দের নেতৃত্বে গঠন করেন ‘মুজিব বাহিনী’। ওই সময় ‘চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা’র আসামি করা হলে তিনি কলকাতায় চলে যান। ১৯৭৮ সালে দেশে ফেরেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রায় দুই যুগ। ২০০৬ সালের ২৭ জুন নগর আওয়ামী লীগের সভাপতি হন। এ দায়িত্ব নিয়ে বহাল ছিলেন আমৃত্যু। একটানা ৩ বার প্রায় ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
১৯৯৪ সালে প্রথমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হয়েই বিজয়ী হন। ২০০০ সালে দ্বিতীয় দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০০৫ সালে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হন তিনি।
দল ও দেশের প্রতি তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন দলের কেন্দ্রীয় পদ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নওফেল চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে এখন সরকারের শিক্ষা উপমন্ত্রী।
মহিউদ্দিন চৌধুরীর জন্মদিনে আজও অনেকে আসছেন। কেউ কাঁদছেন আবার কেউ নীরবে কবরের পাশে থাকছেন দাঁড়িয়ে।
চট্টগ্রামনিউজ ডটকম : কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কোরআন শিক্ষার মক্তব। আগের মত এখন আর কঁচিকাঁচা শিশুদের কোরআন শিক্ষার...বিস্তারিত
সিনিয়র রিপোর্টার : : চট্টগ্রামে জশনে জুলুশে লাখো মানুষের ঢল নেমেছে। শিশু কিশোরসহ নানা বয়সী মানুষে একাকার হয়ে গেছে চট...বিস্তারিত
বিশেষ প্রতিনিধি : : বর্ষীয়ান রাজনৈতিক-মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলকে শেষ বিদায় জানাতে বৃষ্টি মাথায় নিয়ে হাজির হন...বিস্তারিত
শাহরিয়ার মুনির জিসান,চট্টগ্রাম: : মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান মঈন উদ্দিন খান বাদলের মরদেহ শুক্রবার রাত ৮ট...বিস্তারিত
সিনিয়র রিপোর্টার : : দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : শান্তি মৈত্রী ও অহিংসার প্রতীক মহাকারুণিক তথাগত বুদ্ধ। মহামতি বুদ্ধ একটি সৌহার্দ্য ও শান্তিপূর্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2019 Chattogram News | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited